reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মে, ২০২২

রূপগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলা, তিনজন গুলিবিদ্ধ

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মোশারফ ও তার বাহিনীর বিরুদ্ধে। হামলাকারীরা রফিকুল ইসলামকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তিনজন।

শুক্রবার (২৭) বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার রফিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার বিকাল ৩টার দিকে নাওড়া গ্রামের মৃত মজলু মিয়ার কুলখানীতে যোগ দেন তিনি। এর কিছুক্ষণ পর আগে থেকে সন্ত্রাসী মোশারফসহ তার বাহিনীর লোকেরা ওই বাড়ির চারিদিকে অবস্থান নেয়। পরে বাড়িটি ঘিরে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। এ সময় অন্তত ৫০ রাউন্ড গুলি করেছে মোশারফ বাহিনী।’

তিনি আরও বলেন, ‘হামলাকারীদের সঙ্গে আসা অন্যান্য সদস্যরা ইটপাটকেল ও টেঁটা নিক্ষেপ করে। হামলার এক পর্যায়ে গ্রামবাসী এসে আমাকে ঘিরে অবস্থান নেয়। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হয় আমার ব্যক্তিগত সহকারী জিহাদ ও স্থানীয় কাউসার নামে এক যুবক। এ ছাড়া তাদের ইটের আঘাতে আওলান হোসেন নামে আরও এক ব্যক্তি আহত হন।’

সংবাদ পেয়ে ঘটনাস্থলে র‌্যাব-পুলিশ গিয়ে তাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. আমীর খসরু বলেন, ‘হামলার খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মামলা হলে অভিযুক্তদের বাড়িঘরে তল্লাশি চালাব। সেইসঙ্গে তাদের আইনের আওতায় আনা হবে। এ ছাড়া ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রূপগঞ্জ,ব্যবসায়ী,হামলা,গুলিবিদ্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close