reporterঅনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর, ২০২৪

ভোজ্যতেলে ভ্যাট ছাড় দিয়েছে রাজস্ব বোর্ড 

ফাইল ছবি

ভোজ্যতেলের দাম কমাতে স্থানীয় উৎপাদন ও আমদানি- উভয় পর্যায়ে ভ্যাট ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এনবিআর পৃথক দুটি আদেশে এ তথ্য জানানো হয়।

প্রথম আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়িক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর বা ভ্যাট ১৫ শতাংশ মওকুফ করা হয়েছে।

অপর আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

এর আগে, সম্প্রতি সয়াবিন ও পাম তেল আমদানিতে শুল্ক কমানোর অনুরোধ জানিয়ে এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

এরপর প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার গত ১৫ অক্টোবর জানান, ভোজ্যতেলের ক্ষেত্রে আমদানি শুল্ক ৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া উৎপাদন ও সরবরাহ পর্যায়ে মূল্য সংযোজন কর প্রত্যাহারেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভোজ্যতেল,ভ্যাট ছাড়,এনবিআর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close