reporterঅনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর, ২০২৪

সাউথইস্ট ব্যাংক প্রয়াত প্রায়োরিটি গ্রাহকের পরিবারের কাছে জীবন বিমার চেক হস্তান্তর করেছে

সাউথইস্ট ব্যাংক পিএলসি ‘এস্টিম ডিপিএস’ অ্যাকাউন্টের বিপরীতে প্রয়াত প্রায়োরিটি গ্রাহকের পরিবারের কাছে ৫ লাখ টাকার একটি জীবন বিমা চেক হস্তান্তর করেছে। গত বৃহস্পাতিবার (১৭ অক্টোবর) সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন ব্যাংকের প্রধান কার্যালয়ে মদনপুর শাখার প্রয়াত এস্টিম ডিপিএস গ্রাহক মো. কাইয়ূম খানের পরিবারের মনোনীত সদস্যের কাছে ৫ লাখ টাকার জীবন বিমা সুবিধার চেক হস্তান্তর করেন।

গ্রাহকসেবার উৎকর্ষ সাধনে প্রায়োরিটি গ্রাহকদের বিশেষ ব্যাংকিং পরিষেবা প্রদানের লক্ষ্যে ২০১৭ সালের ৪ মার্চ সাউথইস্ট ব্যাংক প্রায়োরিটি ব্যাংকিং সার্ভিস এস্টিম যাত্রা শুরু করে। এস্টিম গ্রাহকদের জন্য সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, স্থায়ী মেয়াদভিত্তিক আমানত এবং মাসিক সঞ্চয়ী প্রিমিয়াম স্কিম চালু করেছে. রযখানে গ্রাহকদের জন্য রয়েছে ৫ লাখ টাকার জীবন বিমা সুবিধা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close