reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি, ২০২৪

আইসিএমএবি ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চুক্তি

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ) একাডেমিক এবং পেশাগত দক্ষতা উন্নয়নে ঐকমত্যে পৌঁছেছে। শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে গত মঙ্গলবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ সেমিনার কক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের উপিস্থিতিতে আইসিএমএবির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। আইসিএমএবি থেকে মো. আখতারুজ্জামান এফসিএমএ, ভাইস প্রেসিডেন্ট; আবদুল মতিন পাটোয়ারী এফসিএমএ, কোষাধ্যক্ষ; একাডেমিক অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জাকারিয়া মাসুদ এফসিএমএ এবং শিক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক আবদুল মালেক উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে এয়ার কমোডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, কোষাধ্যক্ষ; প্রফেসর ড. ফারহানা ফেরদৌসী, চেয়ারপারসন, ডিবিএ; প্রফেসর ড. অনুপ চৌধুরী এবং ইডব্লিউইউ’র প্রফেসর ড. নিখিল চন্দ্র শীল এফসিএমএ উপস্থিত ছিলেন।

চুক্তিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এবং স্নাতকদের জন্য সিএমএ প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে কোর্স ছাড় এবং স্কলারশিপ পাওয়ার পথ প্রশস্ত করবে। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠান তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close