reporterঅনলাইন ডেস্ক
  ০২ জানুয়ারি, ২০২৪

ডিআরসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)- ঢাকা আঞ্চলিক কমিটির (ডিআরসি) ৪৪তম বার্ষিক সাধারণ সভা ২৮ ডিসেম্বর ২০২৩ ইনস্টিটিউটের আইসিএবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২২-২০২৩ সালের জন্য ডিআরসির আর্থিক বিবরণী অনুমোদন ও গৃহীত হয়েছে। সভায় রামদাস হাওলাদার এফসিএ এবং মুহম্মদ মঈন উদ্দিন রিয়াদ এফসিএ ডিআরসি-আইসিএবির ২০২৪ সালের জন্য যথাক্রমে চেয়ারম্যান ও সেক্রেটারি নির্বাচিত হন। রামদাস হাওলাদার এফসিএ আইসিএবির একজন ফেলো সদস্য। তিনি মে-জুন ২০১২ সেশনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ্যতা অর্জন করেন।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে বিকম (সম্মান), এমকম এবং হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস থেকে তার আর্টিকেল শিপ সম্পন্ন করেন। যোগ্যতা অর্জনের আগে তিনি ডিলয়েট (সৌদি আরব) সিনিয়র অডিট স্টাফ এবং আইসিডিডিআরবিতে সিনিয়র কস্ট ও পরিকল্পনা অফিসার হিসেবে কাজ করেছিলেন। বর্তমানে হাওলাদার শেভরন বাংলাদেশ এ সুপারভাইজার, জেনারেল লেজার, আন্তঃকোম্পানি, রাজস্ব এবং অ্যাকাউন্টিং নীতি হিসেবে কর্মরত আছেন। শেভরন বিশ্বের শীর্ষস্থানীয় ইন্টিগ্রেটেড এনার্জি কোম্পানিগুলোর মধ্যে একটি যারা শক্তি শিল্পের কার্যত প্রতিটি ক্ষেত্রে জড়িত। শেভরন বাংলাদেশে তার ক্যারিয়ারের শেষ ১৮ বছর ট্রেজারি, ট্যাক্সেশন, প্রদেয় অ্যাকাউন্টস, ইন্টারনাল কন্ট্রোল, পারফরম্যান্স ম্যানেজমেন্টসহ বিভিন্ন পোর্টফোলিও পরিচালনা করেছেন। রামদাস হাওলাদার এফসিএ ডিআরসি-আইসিএবির একজন সদস্য, আইসিএবির অন্যান্য স্থায়ী ও অস্থায়ী কমিটির সদস্য এবং আইসিএবি অ্যাকাডেমিক ক্যাম্পাসে রিসোর্স পারসন হিসেবে কাজ করছেন। হাওলাদার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যান্ড প্রফেশনাল ক্লাব লিমিটেডের আজীবন সদস্যের সঙ্গেও যুক্ত। মোহাম্মদ মঈন উদ্দিন রিয়াদ এফসিএ আইসিএবির একজন ফেলো সদস্য। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে এমকম সম্পন্ন করেন। তিনি সিআইএমএ (ইউকে) হিসেবেও যোগ্যতা অর্জন করেছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close