তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ২১ এপ্রিল, ২০২৪

মেটার স্মার্ট গ্লাস

অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়েলিটিভিত্তিক হেডসেটের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে মেটার স্মার্ট গ্লাস। লাইভ স্ট্রিমিং, ছবি তোলার পাশাপাশি ভিডিও রেকর্ডসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করা যায় এ মেটা রে-ব্যান স্মার্ট গ্লাসে। সম্প্রতি বেটা সংস্করণের আপডেটে ঐতিহাসিক স্থাপনা চিহ্নিত করার পাশাপাশি সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেখার ফিচার এনেছে মেটার স্মার্ট গ্লাসটি। এ নতুন ফিচারকে ভ্রমণকারীরা ট্যুর গাইড হিসেবে ব্যবহার করবে। সম্প্রতি ইনস্টাগ্রামের এক পোস্টে এ তথ্য জানান মেটার সিইও মার্ক জাকারবার্গ। তিনি জানান, মেটা রে-ব্যান স্মার্ট গ্লাসে ব্যবহৃত নতুন মাল্টিমোডাল এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা জনপ্রিয় ও ঐতিহাসিক স্থাপনাকে সহজে চিহ্নিত এবং তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে। তবে নতুন ফিচারটি এখনো শুধু যুক্তরাষ্ট্রে মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন মেটাসংশ্লিষ্টরা। মেটার স্মার্ট গ্লাসের নতুন ফিচারটি অনেকটাই গুগল লেন্সের মতো। এর মাধ্যমে ব্যবহারকারীরা চশমার মাধ্যমে দেখতে পাওয়া বিভিন্ন এমন বস্তু ও স্থাপনার সম্পর্কে এআইকে প্রশ্ন করতে পারবে। এর আগে মেটার স্মার্ট চশমায় রিয়াল-টাইম ইনফো নামের ফিচার চালু করা হয়েছিল, যা মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করত। মেটার আর্লি অ্যাক্সেস প্রোগ্রামে থাকা যেকোনো ব্যবহারকারী ফিচারটি ব্যবহারের সুযোগ পাবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close