মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে শ্রমিক বিক্ষোভ
মুন্সীগঞ্জে জে এম আই ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা তাদের বেতনভাতা বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ৮টার দিকে গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় প্রতিষ্ঠানটির সহস্রাধিক শ্রমিক এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় জে এম আই ইন্ডাস্ট্রিয়াল পার্কের পক্ষের লোকজন আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করলে তাদের ধাওয়া দেন শ্রমিকরা। ফলে গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দুই ঘণ্টাব্যাপী দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চর ভোগান্তিতে পড়েন সাধারণ কর্মজীবী মানুষজন। এদিকে এ ঘটনার খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে ছুটে আসেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
এ বিষয়ে মুন্সীগঞ্জ গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান জানান, শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক দফা আলোচনার পর বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়ক ছেড়ে দেয় ওই প্রতিষ্ঠানের বিক্ষোভকারী শ্রমিকরা। অপরদিকে জে এম আই ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপক মাসুম মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে কয়েকজন কর্মকর্তা শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলতে গিয়ে মারধরের শিকার হয়। উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে, এখন পরিস্থিতি স্বাভাবিক।
"