reporterঅনলাইন ডেস্ক
  ১০ জানুয়ারি, ২০২৪

খুলনায় শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন সেনাবাহিনীর

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর নির্দেশনায় গতকাল মঙ্গলবার ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, এসপিপি, এনডিইউ, পিএসসি খুলনার শেখ আবু নাছের স্টেডিয়ামে এক হাজার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

এছাড়া তিনি এই ডিভিশন পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনে অসহায় ও দুস্থ মানুষদের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। প্রতি বছরের মতো এ বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সেনাসদস্যরা। ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে ৫৫ পদাতিক ডিভিশন এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে জিওসি আশাবাদ ব্যক্ত করেন। আইএসপিআর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close