নিজস্ব প্রতিবেদক

  ১৭ সেপ্টেম্বর, ২০২৩

জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতা নিশ্চিতের দাবি

জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনের নেতারা। দাবি আদায়ে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরের সামনে মানববন্ধন, সাইকেল শোভাযাত্রা ও বিষয়ভিত্তিক মূকাভিনয় প্রদর্শিত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নাগরিক সমাবেশ, মানববন্ধন, সাইকেল শোভাযাত্রা, নৌবন্ধন, নদীতে অবস্থান-মানববন্ধন, ফুটবল টুর্নামেন্ট, প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশন ও জাতিসংঘ মহাসচিব (ইউএনএসজি) ঘোষিত ইউএনএসজি ক্লাইমেট অ্যামবিশন সামিট-২০২৩ সামনে রেখে ‘গ্লোবাল ডে অব অ্যাকশন অ্যান্ড ফুসিল ফুয়েলস ফর ক্লাইমেট জাস্টিস’ শীর্ষক এ কর্মসূচি গ্রহণ করা হয়। এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি) ও এশিয়ান এনার্জি নেটওয়ার্ক এশিয়ার দেশগুলোয় এ কর্মসূচির সমন্বয় করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close