reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মার্চ, ২০২২

ফয়সল আহমেদ

ফুল ফোটে আলো ঝরে

তর্জনী হেলনে আসে স্বাধীনতা

উত্তাল মার্চের দিগন্ত কাঁপানো।

‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’

মুক্তিকামী বাঙালিরা সব জেগে ওঠে

বুকের রক্ত পাঁজরে করে প্রতিরোধ।

শকুনেরা ডানা মেলে-ব্যবচ্ছেদ করে

বাঙালি ব্যারিকেড দেয় জীবন্ত গ্রেনেডে।

স্বাধীনতার সাধ জাগে পরাধীন প্রাণে

স্বাধীনতা বাংলার গর্বের ইতিহাস

এক তর্জনী হেলনে আলো আসে নতুন গানে

মুজিব বেঁচে থাকে বাংলা-বাঙালির প্রাণে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close