মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

  ২২ অক্টোবর, ২০২৪

‘খাদ্য, ভূমি, জল ও জলবায়ু ধ্বংসের জন্য ক্ষতিপূরণ দিন’

খাদ্য, ভূমি, জল ও জলবায়ু ধ্বংসের জন্য উন্নত বিশ্বকে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। জলবায়ু পরিবর্তন থেকে আমাদের খাদ্য ব্যবস্থাকে রক্ষা করতে হবে। জমি, খাদ্য, পানি মানুষের জন্য মুনাফার জন্য নয়। টেকসই খাদ্য ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকারকে পদক্ষেপ নিতে

হবে।

জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভা চলাকালীন গতকাল সোমবার দুপুর ১২টায় বাগেরহাটের মোংলার দক্ষিণ কাইনমারিতে পশুর নদের পাড়ে ক্ষুদ্র কৃষক, খেতমজুর, দিন মজুর, জেলে, বাওয়ালি, মৌয়ালী, বনজীবী, মৎস্যজীবী ও নারীদের অংশগ্রহণে অবস্থান কর্মসুচিতে বক্তারা এসব কথা বলেন। 

ধরিত্রী রক্ষায়  আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ অবস্থান কর্মসুচি পালিত হয়। এ অবস্থান কর্মসুচিতে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ। এতে আরো বক্তব্য দেন, নারীনেত্রী কমলা সরকার, তন্বী মন্ডল, চন্দ্রিকা মন্ডল, ইয়ুথ লিডার হাসিব সরদার, প্রদীপ সরকার, মার্টিন সরকার প্রমুখ। 

সভাপতির বক্তব্যে পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ বলেন, ‘বিশ্ব বাজার নয়, জনগণের খাদ্যের জন্য টেকসই খাদ্য ব্যবস্থায় অর্থায়ন করুন। বিশ্ব নেতৃবৃন্দকে জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে। খাদ্য ও জলবায়ু সংকটের জন্য উন্নত দেশগুলিকে ক্ষতিপূরণ দিতে হবে এবং জলবায়ু অর্থায়ন বৃদ্ধি করতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close