শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শাহজাদপুরে মদের দোকান নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জের শাহজাদপুরে মদের দোকান নিষিদ্ধ ও মাদকদ্রব্য বিক্রি বন্ধের দাবিতে ছাত্রদলের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
গত রবিবার শাহজাদপুর উপজেলা ও শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদল এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। হাইস্কুল মাঠ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভ কারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে শাহজাদপুরে মদের দোকান নিষিদ্ধ ও মাদকদ্রব্য বিক্রি বন্ধের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক আব্দুল্লাহ-আল মামুন জুয়েল, যুগ্ম আহব্বায়ক মো. ইউনুস আলী, মির্জা স্বপন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ-আল সাফায়েত আদিব, অনিক আহমেদ, বিশাল আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, শাহজাদপুরে কোনো মদের দোকান থাকতে দেওয়া হবে না। এছাড়া সকল প্রকার মাদকদ্রব্য বিক্রি বন্ধ করতে হবে।
অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ করে।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, উল্লেখিত বিষয়ে
উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।
"