মাদারীপুর প্রতিনিধি
কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মাদারীপুরে চাঞ্চল্যকর শাহাজাদী বেগম (১৮) হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল থেকে পলাতক আসামি উজ্জল খানকে (২৯) ময়মনসিংহ থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ সিপিসি ৩ মাদারীপুর ক্যাম্প মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস। এর আগে, রবিবার র্যাব-৮ সিপিসি-৩ ও র্যাব-১৪ সিপি এসছি কতৃ বিশেষ আবিযানিক দল ময়মনসিংহ জেলার সদর থানাধীন চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ সুত্রে জানায়, ২০১৩ সালে মাদারীপুর সদরের রকেটবিড়ি এলাকার শাহাজাদী বেগম (১৮) এর সঙ্গে তার প্রেমিক শরিয়তপুরের পালং থানার বাবু সরদার (২০) এর বিয়ে হয়। ওই বছরের ২৮ জুলাই শ্বশুরবাড়ি থেকে শাহাজাদীকে নিয়ে বের হয় বাবু। এরপর থেকেই শাহাজাদীর পরিবারের লোকজন তাদের আর কোনো খোঁজ পায়নি। এমনকি বাবুর পরিবারের লোকজনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনার পর ২০১৩ সালের ৯ আগস্ট মাদারীপুর সদরের পাঁচখোলা এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে শাহাজাদীর মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের ঘটনায় নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে শাহাজাদীর স্বামী বাবু সরদার, শ্বশুর খালেক সরদার ও শাশুড়ি মেহেরজানের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আসামি বাবু, উজ্জ্বল ও নাঈমের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র জমা দেয় পুলিশ। অপর আসামি খালেক সরদার ও মেহেরজানকে অব্যাহতি দেন। বিচার শেষে ২৫ সেপ্টম্বরের ২০১৮ সালে জেলা ও দায়রা জজ আদালত, মাদারীপুর আসামি বাবু সরদার, উজ্জ্বল খান ও নাঈম চৌকিদারকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন। তখন আসামি বাবু ও নাঈম গ্রেপ্তার হলেও আসামি উজ্জ্বল খান আত্মগোপনে থাকে। পরবর্তীতে সে মাদারীপুরে গ্রেপ্তার হয়ে কারাগারে যায়। জেলা কারাগার কর্তৃপক্ষ গত ১৭ তারিখ উজ্জল খানকে গাজীপুরে কাশিমপুর কারাগারে স্থানান্তর করে। ওইখানে গত ৫ আগষ্ট দেশের আইন শৃংখলা পরিস্থিতি ভেঙ্গে পড়লে উজ্জল জেল ভেঙ্গে আত্মগোপনে চলে যায়।
"