হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা বন্ধের দাবি এলাকাবাসীর
নোয়াখালীর হাতিয়ায় প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাশে গড়ে ওঠা ইটভাটা বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত রবিবার উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মধ্য মাইজচরা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকার বিভিন্ন পেশার প্রায় ৫ শতাধিক লোকজন। এতে বক্তব্য দেন ব্যবসায়ী আব্দুল মন্নান রানা, কলেজছাত্র মো. আতিক, স্থানীয় মো. জামসেদ ও নুরুল আমিনসহ অনেকে। বেলা ১১টা থেকে শুরু হয়ে এই মানববন্ধন চলে দুপুর ১২টা পর্যন্ত।
মানববন্ধনে বক্তারা বলেন, মাইজচরা গ্রামের ওয়াহাব ব্রিক্স নামে এই ইটভাটাটি ছিল নদীর তীরে। দুই বছর আগে এটিকে স্থানান্তর করে রাস্তার মধ্য মাইজচরা প্রাথমিক বিদ্যালয়ের কাছে গড়ে তোলা হয়। গত বছর এর ধোঁয়ায় বিদ্যালয়ের পড়ালেখায় অনেক বিঘ্ন ঘটেছে। একই অবস্থা হয় হাজি শাহে আলম তালুক মিয়া নুরানী মাদরাসায়।
"