শচীন্দ্র নাথ মন্ডল, দাকোপ (খুলনা)

  ২১ অক্টোবর, ২০২৪

খুলনা

দাকোপে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

হাজারো বিঘা জমির আমনসহ ব্যাপক আর্থিক ক্ষতির মুখে এলাকাবাসী

খুলনার দাকোপে গভীর রাতে ভেঙে যাওয়া বেড়িবাঁধ ১২ ঘণ্টার মধ্যে আটকানো সম্ভব হলেও আবারও প্রায় ২০০ মিটার ভেঙেছে। ফলে জনমনে ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়ছে। হাজারো বিঘা জমির আমন ফসলসহ ব্যাপক আর্থিক ক্ষতির ঝুঁকিতে এলাকাবাসী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পানখালী ইউনিয়নের লক্ষিখোলা পিচের মাথার বেড়িবাঁধ গত শুক্রবার রাত ১২টার দিকে জোয়ারের পানির চাপে ভেঙে যায়। তাৎক্ষণিক পানখালী ইউনিয়নের লক্ষিখোলা ও কামারবাদ গ্রাম পানিতে প্লাবিত হয়। ঘটনার পর থেকে এলাকাবাসী বাঁধ আটকাতে তৎপর হয়। তৎক্ষনাৎ উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডকে বাঁধ সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন। এরপর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এলাকাবাসীর শ্রম সহায়তায় রাত থেকে শুরু হয়ে গত শনিবার বেলা ১২টার মধ্যে ভেঙে যাওয়া বাঁধ আটকালেও তা ওইদিন গভীর রাতে বেড়িবাঁধটি আবারও ভেঙে যায়। ফলে ইউনিয়নের হাজারো বিঘা আমন ধান, পুকুর ঘরবাড়ির ব্যাপক আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেলেও আবারও বেড়িবাঁধ ভাঙন নতুন করে দেখা গেছে।

তবে এলাকাবাসী আপাতাত পানি মুক্ত হলেও সংস্কার কাজ আরো মজবুত করতে না পারার কারণে ফের ভেঙে যাওয়ার ঝুঁকিতে আছে বলে জানা গেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, বাঁধটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ থাকায় পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) সংস্কারের জন্য বার বার তাগাদা দেওয়া হয়। কিন্তু তাদের ধীর গতির কার্যক্রমের জন্য বাঁধটি ভেঙে যায়। গত শনিবার দিন ভর কাজ করে বাঁধ আটকানো হলেও তা রাতের জোয়ারে প্রায় ২০০ মিটার বেড়িবাঁধ ভাঙন নতুন করে দেখা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close