ফুলপুর (ময়ময়মনসিংহ) প্রতিনিধি

  ২০ অক্টোবর, ২০২৪

নিখোঁজের আট মাস পর বাড়ি ফিরলেন রোকেয়া

ব্রাহ্মণবাড়িয়া থেকে রোকেয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিখোঁজের

৮ মাস পর গত শুক্রবার

ফুলপুরে সন্ধান পেয়েছে তার পরিবার।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সূর্যকান্দি গ্রামের মৃত অহিদ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম গত ১৩ মার্চ উল্লাপাড়া গ্রামের জামাতার বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। গত বৃহস্পতিবার রাতে ফুলপুর পৌরসভার সাহাপুর এলাকায়

ঘোরাফেরা করতে দেখে লোকজন পুলিশে খবর দেন। পরে

ফুলপুর থানার এসআই মোফাখ্খির হোসেন তাকে থানায় এনে প্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্ত করে বাড়িতে খবর দেন। পরে পরিবারের লোকজন এসে গত শুক্রবার সন্ধ্যায় তাকে বাড়ি নিয়ে যান।

এসআই মোফাখ্খির জানান, ওই মহিলা উল্লাপাড়া ছাড়া আর কোনো ঠিকানা বলতে পরে নাই। এটুকু দিয়ে প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় শনাক্ত করতে পেরেছি।

রোকেয়া বেগমের ছেলে খাইরুল ইসলাম জানান, এলাকায় মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারণা চালিয়েও সন্ধান পাচ্ছিলাম না। আজ (শুক্রবার) পেয়ে আমরা আনন্দিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close