কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
কাহারোল
সাব-রেজিস্ট্রারের অফিস জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে চলে কার্যক্রম
সাব-রেজিস্ট্রারসহ ২৫ জন জনবল নিয়মিত কাজ করেন ওই ঝুঁকিপূর্ণ ভবনে
দিনাজপুরের কাহারোলে সাব-রেজিস্ট্রারের অফিস ভবনটি সংস্কারের অভাবে জরাজীর্ণ ও জীবনের ঝুঁকি নিয়ে চলছে চলছে দলিল সম্পাদন এবং অফিসের কার্যক্রম। উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত উপজেলা সাব-রেজিস্ট্রী অফিস ভবনটির বিভিন্ন জায়গায় কিছু অংশে ফাটাল ধরেছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
জানা গেছে, ভবন জরাজীর্ণ ও ঝূঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে চলছে সরকারি কার্যক্রম। উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুরাতন কোর্ট বিল্ডিং অফিসটিতে উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সাব-রেজিস্ট্রারসহ ২৫ জন জনবল নিয়মিত ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করতে দেখা যাচ্ছে। এই কোর্ট বিল্ডিংটি অতি পুরাতন হওয়ায় ছাঁদের প্লাস্টার সময় সময় খসে পড়ার পরও অন্য জায়গা না থাকায় কর্মকর্তা ও কমচারীরা অফিসের ভিতর জীবনের ঝুঁকি নিয়ে অফিসের দায়িত্ব ও কর্তব্য পালন করে আসতে দেখা যাচ্ছে। এবং ১৯৭৮ সালে কাহারোল সাব-রেজিস্ট্রীর অফিস চালু হলেও তাদের নিজস্ব কোনো ভবন না থাকায় কোর্ট বিল্ডিং-এ সাব-রেিিজস্ট্রী অফিসটি স্থাপন করা হয়। কয়েক বছর পূর্বে কাহারোল বাজারে একটি পুরাতন ভবনে সাব-রেজিস্ট্রী অফিসে সকল কাজকর্ম করা হতো।
আরো জানা গেছে, ১৯৯৭ সালের থেকে উপজেলা পরিষদ চত্বরে কোর্ট বিল্ডিংয়ে সাব-রেজিস্ট্রী অফিসের সকল কার্যক্রম চলছে যা এখনো পর্যন্ত। বৃষ্টি-বাদলের দিনে কোর্ট বিল্ডিং-এর ছাঁদ দিয়ে চুয়ে-চুয়ে পানি পড়ায় অত্র অফিসের মূল্যবান কাগজ-পত্র ভিজে নষ্ট হয়ে যায়। অত্র অফিস থেকে সরকার প্রতি মাসে বা বছরে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করে থাকলেও নির্মাণ করা হয় না নতুন কোনো সাব-রেজিস্ট্রী অফিস।
নাম প্রকাশের অনিচ্ছুক অফিসের এক কর্মকর্তা জানান, জায়গার অভাবে নতুন বিল্ডিং নির্মাণ করা হচ্ছে না। যদি কোনো মহৎ ব্যক্তি জমি দান করে থাকেন তাহলে হয়তো নতুন বিল্ডিং করা দ্রুত সম্ভব হবে।
এ প্রসঙ্গে উপজেলা সাব-রেজিস্ট্রী অফিসের সাব-রেজিস্ট্রার বাবু অশোক কুমার বসাক জানিয়েছেন, অত্র অফিসের জন্য নতুন ভবন নির্মাণের জন্য জায়গা খোঁজা-খুজি করা হচ্ছে। তবে জমি পাওয়া গেলে দ্রুত উপজেলা সাব-রেজিস্ট্রী অফিস বিল্ডিং নির্মাণ কাজ শুরু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
"