কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

  ১৮ অক্টোবর, ২০২৪

নীলফামারীর কিশোরগঞ্জ

ডিজির জাল স্বাক্ষরে নিয়োগের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

নীলফামারীর কিশোরগঞ্জের মন্থনা উচ্চবিদ্যালয়ে বিধি বহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহেদুল ইসলামের বিরুদ্ধে ডিজির প্রতিনিধি ও কমিটির সদস্যর স্বাক্ষর জালিয়াতি করে গোপনে শিক্ষক-কর্মচারী নিয়োগ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা পৃথক অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, বিদ্যালয়টি ২০১৯ সালে এমপিওভুক্তির সরকারি আদেশ হয়। প্রতিষ্ঠাকালীন শিক্ষক আজাহারুল ও নিম্নমান অফিস সহকারী সেলিনার নাম এমপিওভুক্তর জন্য প্রধান শিক্ষক ৩ লাখ ২০ হাজার টাকা নেন। দাবি করা আরও ৫ লাখ টাকা দিতে না পারায় তিনি গোপনে ডিজি’র প্রতিনিধি ও কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে অন্য প্রার্থীকে নিয়োগ দিয়ে এমপিওভুক্তির চেষ্টা করেন। এদিকে শিক্ষক নিবন্ধন ও অভিজ্ঞতা না থাকায় তার বাবা ওই বিদ্যালয়ের সভাপতি থাকাকালীন ডিজি’র প্রতিনিধি ও কমিটির সদস্যর স্বাক্ষর জাল করে তাকে প্রধান শিক্ষক নিয়োগ দেন। তার স্বেচ্ছাচারিতা ও অযোগ্যতার কারণে অধ্যাবধি কোনো শিক্ষক এমপিওভুক্ত না হওয়ায় বিদ্যালয়ে বিদ্যালয়ে পাঠদানে বিঘ্ন ঘটায় অভিযোগকারীগণ তাকে অপসারণের দাবি জানান।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম তার সহকর্মীদের নিকট থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে জানান, তাদের পরিবর্তে অন্য কাউকে নিয়োগ দেওয়া হয় নাই। আমার শিক্ষক নিবন্ধন ও নিয়োগ প্রক্রিয়া সঠিক রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক জানান, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close