reporterঅনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি

আকর্ষনীয় মূল্যে এককালীন জমিসহ অত্যাধুনিক মানের আবাসন প্রজেক্ট নিয়ে জয়পুরহাটে উদ্বোধন হল বন্ধন সিটি টাওয়ার। গতকাল বুধবার জয়পুরহাট শহরের হাসপাতাল মোড় সংলগ্ন পাটারপাড়া এলাকায় দোয়ার মাধ্যমে উদ্বোধন করেন বন্ধন সিটি টাওয়ারের চেয়ারম্যান আবু সুফিয়ান। এসময় উপস্থিত ছিলেন ইয়াসিন সিটি হাউজিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন, আইন উপদেষ্টা শিহাব উদ্দিন প্রধান, ইয়াসিন সিটির ম্যানেজার শামিম পারভেজ প্রমুখ।

পুরস্কার বিতরণী

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত মঙ্গলবার বিকালে স্বর্নকলি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লুৎফুল কবির চন্দন প্রমুখ।

পরীক্ষায় প্রথম

লামা প্রতিনিধি

বান্দরবানে এইচএসসি-তে প্রথম হয়েছে কোয়ান্টাম কসমো কলেজ। বান্দরবান জেলায় এইচএসসি পরীক্ষায় এবছর অংশ নেয় ১৪টি কলেজ। এর মধ্যে শতভাগ পাশ করা একমাত্র কলেজ কোয়ান্টাম কসমো কলেজ। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন ২৮২টি কলেজের মধ্যে শতভাগ পাশ করে ১৩টি কলেজ। শতভাগ উত্তীর্ণ কলেজের মধ্যে শিক্ষার্থী সংখ্যায় কোয়ান্টাম কসমো কলেজের অবস্থান ষষ্ঠ। এ বছর কোয়ান্টাম কসমো কলেজ থেকে ৩টি বিভাগে ৬৪ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২ জন।

কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা-যমুনা নদীতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে তিন ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক এস এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে এই কারাদণ্ড প্রদান করেন। দন্ডিতরা হলেন, লাল চাঁন শেখ, আলমগীর শেখ ও স্বপন শেখ। সহকারী কমিশনার (ভূমি) ফয়েজ উদ্দিন জানান, নিষিদ্ধ সময়ে যারা ইলিশ মাছ শিকার করবে, তাদের বিরুদ্ধে অভিযান চলবে।

মতবিনিময়

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে মঙ্গলবার দুপুরে নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফিন সঙ্গে কালিয়াকৈর উপজেলা পর্যায়ে কর্মরত সকল সরকারি র্কমর্কতা, জনপ্রতিনিধি বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুশিল সমাজের প্রতিনিধির, সাংবাদিক বৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী র্কমর্কতা কাউছার আহামেদ। বক্তব্য দেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, বীর মুক্তিযোদ্ধা

সাহাবুদ্দিন আহসান প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী

বীরগঞ্জ প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জের শালবন মিলনায়তনে বাংলাদেশ সে¦চ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সে¦চ্ছাসেবী মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সে¦চ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা উত্তম শর্মার সভাপতিতে¦ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির ১নং সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু, জেলা উত্তর কর্মপরিষদের সদস্য প্রভাষক মাওলানা খোদা বখস, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার সহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close