হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ২১ এপ্রিল, ২০২৪

হোসেনপুরে রাস্তা সংস্কার ও সেতু নির্মাণের দাবি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের রাস্তা সংস্কার ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসীন্দারা।

গত শুক্রবার বিকেলে এলাকাবাসী ও দুর্ভোগ নিরসন কমিটির উদ্যোগে এ মানববন্ধন হয়।

এ সময় বক্তারা বলেন, বাকচান্দা বাজার থেকে বাজুপাড়া হয়ে ফকির বাড়ি মাদরাসা পযর্ন্ত তিন কিলোমিটার রাস্তা সংস্কার ও বিলপাড় এলাকায় সেতু দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। চলাচলের একমাত্র রাস্তা বেহাল হয়ে ভোগান্তিতে পড়েছে বয়স্ক মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয় বাসিন্দারা। এ রাস্তা দিয়ে হাটবাজার ইউনিয়ন পরিষদ, উপজেলা সদর, জেলা শহরে যাতায়াত করে। রাস্তা ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা এখানে নিত্তনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। খানাখন্দভরা রাস্তায় গাড়ি চালানোর ফলে অসংখ্য অটোবাইক, রিকশা, ভ্যান, নষ্ট হচ্ছে। অবিলম্বে মানুষের দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণ ও রাস্তাটি সংস্কারের দাবি জানায় তারা।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close