প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ জানুয়ারি, ২০২৪

আট জেলার ৩২ আসনেই জয় নৌকার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেশের বিভিন্ন জেলার সবকটি আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে জয় পেয়েছেন। এর মধ্যে চাঁদপুরের ৫টি আসন, নোয়াখালীতে ৬টি, ভোলার ৪, মৌলভীবাজারে ৪, সিরাজগঞ্জের ৬, পঞ্চগড়ে ২, চুয়াডাঙ্গার ২ ও চাঁপাইনবাবগঞ্জে ৩টি আসনে নৌকার প্রার্থীদের জয়ের খবর নিশ্চিত করেনে আমাদের প্রতিনিধিরা।

চাঁদপুর : জেলার ৫টি আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। চাঁদপুর-১ (কচুয়া) আসনে নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদ পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৩৮৩ ভোট। চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৯৯৯ ভোট।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. দীপু মনি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬৬ ভোট। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নৌকার প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান পেয়েছেন ৩৬ হাজার ৪৫৮ ভোট। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে নৌকার প্রার্থী মেজর (অব.) রফিকুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ১৭ ভোট।

নোয়াখালী : জেলার ৬টি সংসদীয় আসনে নৌকা প্রতীকের সব প্রার্থীরা জয়লাভ করেছেন। নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) এইচ এম ইব্রাহিম নৌকা প্রতীকে ৫৯ হাজার ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগের মোরশেদ আলম নৌকা ৫৬ হাজার ১৮৬ পেয়েছে নির্বাচিত হয়েছেন।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ কিরন ৫৬ হাজার ৪৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) নৌকা প্রার্থী একরামুল করিম চৌধুরী ১ লাখ ২৮ হাজার ৭৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৮১ হাজার ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মোহাম্মদ আলী নৌকা প্রতীকে ভোট ১ লাখ ৯৩ হাজার ৭১৫ পেয়ে নির্বাচিত হয়েছেন।

ভোলা : জেলার ৪টি আসনেই আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। ভোলা-১ আসন থেকে নবমবারের মতো ১ লাখ ৮৬ হাজার ৭৯৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ। ভোলা-২ আসন থেকে তৃতীয়বারের মতো ১ লাখ ৫৯ হাজার ৩২৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আলি আজম মুকুল।

ভোলা-৩ আসন থেকে চতুর্থবারের মতো ১ লাখ ৭১ হাজার ৯২৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নুরনবী চৌধুরী শাওন। ভোলা-৪ আসন থেকে চতুর্থবারের মতো ২ লাখ ৪৬ হাজার ৪৭৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

মৌলভীবাজার : জেলার চারটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে ১ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে শাহাব উদ্দিন আহমেদ (নৌকা) জয়ী হয়েছেন। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে সফিউল আলম চৌধুরী নাদেল (নৌকা) ৭২ হাজার ৭১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে মোহাম্মদ জিল্লুর রহমান (নৌকা) পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮৪৬ ভোট। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আব্দুস শহীদ (নৌকা) ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোটে জয় পেয়েছেন।

সিরাজগঞ্জ : জেলা ছয়টি আসনের সবকটিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। সিরাজগঞ্জ-১ আসনে ১৭৩ ভোটকেন্দ্রের মধ্যে সবকটিতে আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় (নৌকা) দুই লাখ ৭৮ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের জান্নাত আরা হেনরী এক লাখ ৮৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সিরাজগঞ্জ-৩ আসনে ১৫৩ কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগের ডা. আব্দুল আজিজ এক লাখ ১৭ হাজার ৬৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সিরাজগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম শফি ২ লাখ ২০ হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের আব্দুল মমিন মন্ডল ৭৭ হাজার ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের চয়ন ইসলাম এক লাখ ২৮ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

পঞ্চগড় : জেলার দুইটি সংসদীয় আসনে নৌকার প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ি হয়েছেন। পঞ্চগড়-১ আসনে ১ লাখ ২৪ হাজার ৭৪২ ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা। পঞ্চগড়-২ আসনে ১ লাখ ৮১ হাজার ৭২৫ ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

চুয়াডাঙ্গা : জেলার দুটি আসনে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। চুয়াডাঙ্গা-১ (চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার আংশিক) আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন ৯৬ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা, জীবননগর ও চুয়াডাঙ্গা সদর উপজেলার আংশিক) আসনে আলি আজগর টগর ১ লাখ ৭ হাজার ৫৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ : জেলার তিনটি আসনেই নৌকা প্রতীকে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ৭৯ হাজার ৮১২ ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহা. জিয়াউর রহমান জয় পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫১ ভোটে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৯১ হাজার ৬০৩ ভোটে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আব্দুল ওদুদ জয় পেয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close