জবি প্রতিনিধি

  ২০ অক্টোবর, ২০২৪

আজ জবির প্রতিষ্ঠাবার্ষিকী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসকে ঘিরে নানা আয়োজন গ্রহণ করা হয়েছে। ‘বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ উদযাপিত হচ্ছে ১৯তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর সকাল ৯টায় সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটে আয়োজনে হবে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। সকাল সাড়ে ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। সকাল ১০টা ৩৫ মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‍্যালি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হবে।

বেলা ১১টা ১০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণা ফলক (পুনঃস্থাপন) উন্মোচন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ১১টা ১৫ মিনিটে নতুন অ্যাকাডেমিক ভবনের নিচতলায় দিনব্যাপী চারুকলা প্রদর্শনী ও চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close