ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
১৯ অক্টোবর, ২০২৪
ইউপি সদস্যদের বহাল রাখতে মানববন্ধন
টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী দুই উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্য ও মহিলা সদস্যদের অপসারণ না করে বহাল রাখার দাবিতে মানববন্ধন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মধুপুর ও ধনবাড়ী উপজেলার ইউপি সদস্য ফোরামের আয়োজনে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেনের কাছে একটি স্মারকলিপি তুলে দেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, তারা কোনো রাজনৈতিক প্রতীক বা ব্যানারকে সামনে রেখে নির্বাচন করে বিজয় লাভ করেননি। তারা ভোটারদের ভালোবাসা ও জনপ্রিয়তার কারণে এবং যোগ্যতার মাপকাঠিতে বিজয়ী হয়েছেন। এ সময় তাদের অপসারণ করা হলে এলাকার উন্নয়ন স্থবির হয়ে পড়বে।
জনগণ বিভিন্ন সেবা ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে।
মানববন্ধনে মধুপুর ও ধনবাড়ী উপজেলার প্রায় শতাধিক ইউপি সদস্য অংশগ্রহণ করেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন