বান্দরবান প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০২৪

বান্দরবানের মারমা সম্প্রদায়

রথ বিসর্জনে শেষ হলো প্রবারণা পূর্ণিমা উৎসব

বান্দরবানে শেষ হলো ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দুই দিনব্যাপী নানা ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ উদযাপন করে জেলার মারমা সম্প্রদায়ের লোকজন। ধর্মীয় ও সামাজিক এই উৎসবকে ঘিরে আনন্দ-উৎসবে মেতে ওঠে পুরো জেলাবাসী। রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তার ব্যবস্থা।

এদিকে উৎসবের শেষ দিনে ওয়াগ্যোয়াই পোয়ে উৎসবের মূল আকর্ষণ ছিল অমঙ্গল দমনকারী শকুনের রাজা (কুলুং) আকৃতির আদলে তৈরি মঙ্গলরথে বুদ্ধমূর্তি স্থাপন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দরবানের পুরাতন রাজবাড়ী প্রাঙ্গণ থেকে রথটি ঐতিহ্যবাহী রাজগুরু বৌদ্ধ বিহারের আসাংম্রাইকে (গৌতম বুদ্ধকে স্মরণ করে) বন্দনার উদ্দেশ্যে রশি দিয়ে টেনে নেওয়া হয়।

রথযাত্রার সময় বৌদ্ধ ধর্মের নরনারীরা মোমবাতি জ্বালিয়ে বুদ্ধ মূর্তিকে শ্রদ্ধা জানান। রথযাত্রা দেখতে রাস্তার দুপাশে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে। রথটি টেনে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যরাতে সাংগু নদীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী এই উৎসব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close