প্রতিদিনের সংবাদ ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৪
বাংলাদেশ সরকারি কর্মকমিশন
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের
ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা। কমিশনে নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং চারজন সদস্য ড. নূরুল কাদির, ডা. মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা ও ড. মো. নাজমুল আমীন মজুমদার এই শ্রদ্ধা জানান। পরে কমিশনের চেয়ারম্যান জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী বইতে তার অনুভূতি লিখে স্বাক্ষর করেন।
পুষ্পস্তবক অর্পণের সময় সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তার পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন