লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৪ মে, ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচন

ঘোড়া প্রতীকে ভোট চাইলেন সিরাজুল ইসলাম

আসন্ন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারে ব্যস্ত সময় পার করছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী। এ সময় তিনি জনগণের বুকভরা ভালোবাসায় সিক্ত হচ্ছেন। তিনি জনগণকে আগামী নির্বাচনে একটি করে ঘোড়া প্রতীকে ভোট ভিক্ষা চেয়ে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন। জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান তিনি।

সিরাজুল ইসলাম চৌধুরী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানান, মরহুম জিয়াউল হক চৌধুরী বাবুল লোহাগাড়ার অত্যন্ত জনপ্রিয় ও সফল চেয়ারম্যান ছিলেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করে গেছেন। তিনি জিয়াউল হক চৌধুরী বাবুলের শূন্যতা পূরণে কাজ করতে চান। তিনি আরো বলেন, আমি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার প্রতীক ঘোড়া। আগামী ৫ তারিখে জনগণের ভোটে আমি নির্বাচিত হলে সরকারি সুযোগ-সুবিধাগুলো সাধারণ মানুষের মাঝে স্বচ্ছতার মাধ্যমে বাস্তবায়ন করা, রাস্তাঘাট পাকাকরণসহ মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এজন্য তিনি এলাকাবাসীর কাছে দলমত নির্বিশেষে ভোট প্রার্থনা ও দোয়া কামনা করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close