
২১ সেপ্টেম্বর, ২০২৩
সেনাবাহিনী মহিলা ফুটবল দলের অভিযাত্রা

বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল বিকেএসপির সঙ্গে একটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে মঙ্গলবার যাত্রা শুরু করেছে। সেনাবাহিনী প্রধানের পরিকল্পনা ও উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এ দলটি গঠিত হয়েছে।
সম্পূর্ন নতুন এই দলটি তাদের অসামান্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে বিকেএসপিকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হবার গৌরব অর্জন করে। উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইএসপিআর।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন