ক্রীড়া ডেস্ক

  ২১ অক্টোবর, ২০২৪

মেসির হ্যাটট্রিক

বিশেষ প্রাপ্তির দিনে মায়ামির গোল উৎসব

কী দারুণ একটা দিনই না কাটল ইন্টার মায়ামির! নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে গোল উৎসব করে গড়ল মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড। পেল ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সুখবর। ক্লাব সমর্থকদের জন্য দিনটি হয়ে থাকল অবিস্মরণীয়। দ্বিতীয়ার্ধে বদলি নেমে হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। তার ২ গোলে অবদান রাখা লুইস সুয়ারেজ করলেন জোড়া গোল। বাংলাদেশ সময় রবিবার ভোরে ম্যাচটি ৬-২ গোলে জিতেছে মায়ামি।

২২ জয় ও ৮ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৭৪। ২০২১ সালে রেভ্যুলেশনের গড়া ৭৩ পয়েন্ট ছাড়িয়ে গড়ল রেকর্ড। এরই মধ্যে সাপোর্টার্স শিল্ড ঘরে তুলেছে মায়ামি। এখন লক্ষ্য অধরা এমএলএস কাপ। ম্যাচের শুরুটা যদিও মায়ামির জন্য মোটেও ভালো ছিল না। ৩৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল তারা। ৪ মিনিটের মধ্যে ২ গোল করে বিরতির আগেই দলকে সমতায় ফেরান সুয়ারেজ। চলতি আসরে উরুগুয়ের অভিজ্ঞ এ ডিফেন্ডার করলেন ২০ গোল। ৫৮ মিনিটে মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যে বেঞ্জামিন ক্রেমস্কির গোলে গুরুত্বপূর্ণ পাস দেন মেসি।

সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলে চমৎকার ফিনিশিংয়ে ৭৮ মিনিটে নিজের প্রথম গোল করেন মেসি। জর্দি আলবার দারুণ পাস থেকে ৮১ মিনিটে করেন দ্বিতীয় গোল। আর ৮৯ মিনিটে সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে ফের জাল খুঁজে নেন মেসি। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে পাঁচ দিনের মধ্যে পূর্ণ করেন দ্বিতীয় হ্যাাটট্রিক।

আসরে এটি ছিল সুয়ারেসের নবম অ্যাসিস্ট। চোটের জন্য মৌসুমের অনেকটা সময় বাইরে কাটানো মেসি ১৯ ম্যাচে করলেন ২০ গোল। সঙ্গে অবদান রাখলেন ১৬ গোলে। ম্যাচ শেষে ক্লাব বিশ্বকাপে মায়ামির খেলার ঘোষণা দেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রেই আগামী বছর ১৫ জুন থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত হবে বিভিন্ন মহাদেশের ৩২ ক্লাবের এ টুর্নামেন্ট। ঘরের মাঠে সেটার উদ্বোধনী ম্যাচে খেলবে মায়ামি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close