ক্রীড়া ডেস্ক

  ২১ অক্টোবর, ২০২৪

অবশেষে হারল আর্সেনাল স্বস্তিতে ম্যানইউ

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুমের শুরু থেকেই ছুটছিল আর্সেনালের অজেয় যাত্রা। অবশেষে গানারদের গা থেকে অপরাজিত তকমা তুলে ফেলল বোর্নমুথ। পরশু রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ১০ জনের আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। নতুন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটা উত্তর লন্ডনের ক্লাবটির প্রথম হার। আর্সেনালের দুঃস্মৃতির রাতে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পিছিয়ে থেকেও ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানইউ। নিজেদের মাঠে ১০ জনের ওয়েস্টহামের বিরুদ্ধে টটেনহাম জিতেছে ৪-১ গোলে। এ জয়ে পয়েন্ট তালিকার ৭ নম্বরে উঠে এসেছে স্পার্সরা। ৮ ম্যাচে ১৩ পয়েন্ট টটেনহামের। তাদের ওপরে আছে যথাক্রমে চেলসি ও ব্রাইটন। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট চেলসির। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট ব্রাইটনের। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। অল রেডদের পেছনে থাকা ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও অ্যাস্টন ভিলা- তিন দলের সংগ্রহ সমান ১৭ পয়েন্ট। সিটি অবশ্য এক ম্যাচ কম খেলেছে। বোর্নমুথের মাঠে ম্যাচের শুরু থেকেই সুবিধা করতে পারছিল না আর্সেনাল। তার ওপর ৩০ মিনিটে বড় ধাক্কা খায় তারা। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উইলিয়াম সাবা।

ক্যারিয়ারে এ প্রথম মাঠ থেকে বহিষ্কার হলেন তিনি। একজন কম নিয়ে স্বাভাবিকভাবেই বোর্নমুথের সঙ্গে পেরে ওঠেনি আর্সেনাল। ম্যাচের শেষ দিকে ২ গোল হজম করে মৌসুমে প্রথম হারের স্বাদ পায় তারা। পয়েন্ট হারানোর ঝুঁঁকিতে পড়েছিল ম্যানইউও। বিরতির আগ মুহূর্তে পিছিয়ে পড়ে তারা। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নেয় রেড ডেভিলসরা। ৪৭ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান আলেজান্দ্রো গারানাচো। লিগের চলতি মৌসুমে এটা পঞ্চম গোল আর্জেন্টাইন স্ট্রাইকারের। ৬২ মিনিটে ম্যানইউর জয় নিশ্চিত করেন রাসমুস হাজলান্ড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close