ক্রীড়া প্রতিবেদক
সাকিবের বিরুদ্ধে জনতার ক্ষোভ
সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের ইচ্ছা পূরণ হচ্ছে না। মিরপুর টেস্ট দিয়ে টেস্ট ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন। কিন্তু গতকাল হঠাৎ নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা জাগায় তাকে দেশে ফেরার ব্যাপারে সতর্ক করা হয়েছে। সাকিব নিজেই জানিয়েছেন, আপাতত হয়তো আর দেশে ফেরা হচ্ছে না, দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরতে হতে পারে তাকে।
এদিকে গতকাল মিরপুর স্টেডিয়ামে সফররত দক্ষিণ আফ্রিকা দল যখন অনুশীলন করছিল, তখন একদল ক্রিকেটপ্রেমী এসে সাকিবের মিরপুর টেস্ট খেলার ব্যাপারে নিজেদের আপত্তি জানিয়েছেন। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সীমানা প্রাচীরে সাকিবের বিরুদ্ধে দেয়াললিখন করে প্রতিবাদ করেছেন।
পরশু সাকিবকে নিয়ে মিরপুর টেস্টে দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। নির্বাচক কমিটির সদস্য হান্নান সরকার বলেছিলেন, ‘সাকিবের ইচ্ছাপূরণ বাংলাদেশের জন্য বড় পাওয়া।’ কিন্তু গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিবের কুশপুত্তলিকা পোড়ানো হয়। এরপরই তার নিরাপত্তা নিয়ে শঙ্কা জেগেছে আবার।
অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন দেশের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কিছু যেন না হয় সেটা নিশ্চিত করা হবে। সাকিব নিজে ফেসবুকে এক পোস্ট দিয়ে ছাত্র আন্দোলনের সময় নীরবতার জন্য ক্ষমা চান। গতকাল ঢাকায় পৌঁছানোর কথা ছিল তার।
কিন্তু সাকিবের কুশপুত্তলিকা পোড়ানোর পর ছাত্ররা জানিয়েছে গতকাল তারা বিসিবি কার্যালয়ে চিঠি দিয়ে সাবেক অধিনায়ক যেন স্টেডিয়ামে ঢুকতে না পারে, সে ব্যাপারে অনুরোধ করবেন। অন্য ছাত্রদের বিসিবি কার্যালয়ে এসে এই আন্দোলনে যোগ দেওয়ার অনুরোধ করেছেন ক্রিকেটভক্তরা।
গতকাল বিকেলে ‘আমাদের পাঠশালার’ ব্যানারে কিছু ছাত্র জানান, ‘ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০-এ অনেক ছাত্রছাত্রী নিহত হয়েছেন। তাদের রক্তের দাগ এখনো শুকায়নি। আর এখন স্বৈরাচারের দোসর সাকিব এই মিরপুরে টেস্টে অংশগ্রহণ করবে। আমরা তার প্রতিবাদে মূলত এখানে এসেছি।’ এ ছাড়া আরো কিছু সংগঠন হাজির হয়েছে। এরই মধ্যে তারা স্মারকলিপি প্রদান করতে বিসিবির কার্যালয়ে ঢুকেছেন প্রতিবাদ জানাতে আসা ছাত্র ও ক্রিকেটপ্রেমীরা।
"