ক্রীড়া ডেস্ক

  ২২ এপ্রিল, ২০২৪

বায়ার্নের বড় জয়

থমাস মুলারের জোড়া গোলের সঙ্গে ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের মৌসুমের ৩৩তম গোলে ইউনিয়ন বার্লিনকে বুন্দেসলিগার অ্যাওয়ে ম্যাচে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। মাত্র এক সপ্তাহ আগেই জাভি আলোনসোর বায়ার লেভারকুসেন বায়ার্নের ১১ বছরের আধিপত্য খর্ব করে দারুণ পারফরম্যান্স দেখিয়ে জার্মান লিগ শিরোপা নিশ্চিত করেছে।

হ্যারি কেন প্রথমার্ধের ইনজুরি টাইমে নিখুঁত ফ্রি-কিকে এক গোল করার পর দ্বিতীয়ার্ধে মাথিস টেলকে দিয়ে আরো এক গোল করিয়েছেন। রবার্ট লেভানডফস্কির এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ছাড়িয়ে যেতে হ্যারি কেনের আর মাত্র ৮ গোল প্রয়োজন, হাতে রয়েছে চার ম্যাচ।

বুধবার আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলের জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করার পর বায়ার্ন জামাল মুসিয়ালাকে বিশ্রামে রেখেছিল। কিন্তু ইউনিয়নের বিপক্ষে এ পরিবর্তনে বায়ার্নকে খুব একটা সমস্যায় পড়তে হয়নি।

ম্যাচ শেষে বায়ার্ন কোচ থমাস টাচেল বলেছেন, ‘আমরা খুবই খুশি। এটি একটি দারুণ সপ্তাহ ছিল। যদিও এর অর্থ এ নয় যে- এ ধরনের জয়গুলো আমাদের সামনের ম্যাচগুলোতেও জয়ের গ্যারান্টি দিচ্ছে। তারপরও মৌসুমের শেষ পর্যায়ে এসে আত্মবিশ্বাস একটি বড় বিষয়।’ ফ্রেঞ্চ টিনএজার টেল মূল দলে খুব একটা সুযোগ পান না। তবে কাল তিনি নিজেকে সত্যিকার অর্থেই প্রথম একাদশের একজন যোগ্য দাবিদার হিসেবে প্রমাণ করেছেন। ২৯ মিনিটে লিও গোরেতকার গোলের যোগানদাতা ছিলেন তিনি। স্টপেজ টাইমে কেন ব্যবধান দ্বিগুণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close