ক্রীড়া ডেস্ক

  ২৬ জুন, ২০২২

নেইমারকে বেচে দিতে চায় পিএসজি!

নেইমারের ভবিষ্যৎ নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই গ্রীষ্মেই কয়েকজন খেলোয়াড় বেচার কথা জানিয়েছেন পিএসজির প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি। আর সেই খেলোয়াড়দের মধ্যে নেইমারের নাম বেশ জোরেশোরে উচ্চারিত হচ্ছে।

সুপরিচিত স্প্যানিশ সাংবাদিক হোসে আলভারেজ দাবি করেছেন, নেইমারের জন্য মাত্র ৫০ মিলিয়ন ইউরো দাবি করতে যাচ্ছে পিএসজি। স্প্যানিশ গণমাধ্যম ‘এল চিরিঙ্গিতো টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই দামেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কেনার সুযোগ পাচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাব।

২০১৭ সালের আগস্টে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরো খরচ করে নেইমারকে বার্সেলোনা থেকে দলে ভেড়ায় পিএসজি। প্রায় অর্ধযুগ আগে কাতালান জায়ান্টদের সঙ্গে ৪ বছরের সম্পর্ক ছিন্ন করে প্যারিসে গিয়ে যেন নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন ব্রাজিলিয়ান তারকা। বিশেষ করে ইনজুরি আর মাঠের বাইরের বিতর্ক সামলাতেই বেশি ব্যস্ত ছিলেন তিনি। তাকে ঘিরে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার স্বপ্নও প্যারিসিয়ানদের অধরাই থেকে গেছে।

বার্সার জার্সিতে চার বছরের ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপা জেতার স্বাদ পেয়েছিলেন নেইমার। তার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় বলা হয় ওই চার বছরকে। কিন্তু মেসির ছায়া থেকে বের হওয়ার জন্যই নাকি তিনি পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সেই মেসি এখন পিএসজিতেও তার সতীর্থ। পিএসজির বর্তমান দলটিতে মেসির সঙ্গে আছেন কিলিয়ান এমবাপ্পের মতো নতুন মহাতারকাও। ভাগ্যের নির্মম পরিহাস, এখন মেসি-এমবাপ্পে দুজনেরই ছায়ায় ঢাকা পরে গেছেন নেইমার।

পিএসজির জার্সিতে নেইমারের পারফরম্যান্স অবশ্য খুব একটা খারাপও নয়। এখন পর্যন্ত ১৪৪ ম্যাচে ১০০ গোল ও ৬০ অ্যাসিস্ট যোগ হয়েছে তার নামের পাশে। তারপরও তাকে ছেড়ে দিয়ে হালকা হতে চায় পিএসজি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close