ওলি মুন্সী
১৯ অক্টোবর, ২০২৪
এলো বুঝি হেমন্ত
জলে ভাসা শরৎ গেল
স্থলে ভাসা এমন তো
সবুজ ঘাসে ফড়িং উড়ে
এলো বুঝি হেমন্ত।
ভেজা মাঠে সূর্য পাটে
দৃষ্টি আমার একান্তে
ইচ্ছে হয় না ফিরতে আমার
আসছি আমি যেখানতে।
স্বপ্ন পরীর সকাল দেখে
সব যখন দুরন্ত
এই হেমন্তে আমিও হব
পাখির মতো উড়ন্ত।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন