ক্রীড়া প্রতিবেদক

  ২১ অক্টোবর, ২০২৪

সাকিবের পক্ষে-বিপক্ষে মিছিল মারামারি

রাজধানীর মিরপুর স্টেডিয়ামের বাইরে স্লোগান দিচ্ছিলেন একদল লোক- ‘সাকিব আল হাসান ভয় নাই, মিরপুর ছাড়ি নাই’, ‘তুমি কে আমি কে, সাকিবিয়ান সাকিবিয়ান’। এ সময় আচমকা বাঁশ ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা করেন কিছু লোকজন। আক্রমণের শিকার ব্যক্তিরা দৌড়ে পালাতে শুরু করেন স্টেডিয়ামের মূল ফটকের দিকে। কিন্তু সেখানে তাদের ওপর লাঠিচার্জ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানুষের চিৎকার, ছোটাছুটি, সেনাবাহিনীর বাঁশির শব্দ মিলিয়ে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে।

ঘটনার শুরু হয় গতকাল রবিবার দুপুরে। পূর্ব ঘোষণা অনুযায়ী, দুপুর ২টায় ‘লংমার্চ’ নিয়ে মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামের সামনে আসেন সাকিব-ভক্তরা। তাদের দাবি ছিল, সাকিব যেন দেশের মাটিতে অবসর নিতে পারেন। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। তাকে রেখে স্কোয়াডও ঘোষণা করা হয়। এরপর তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে স্মারকলিপি জমা দেন ‘মিরপুরের ছাত্রজনতার প্রতিনিধি’ দাবি করা একটি পক্ষ। পরে নিরাপত্তার কারণ দেখিয়ে সাকিবকে বাদ দেওয়া হয়, দেশে আসতেও নিষেধ করা হয়।

এরপর থেকেই সাকিব-ভক্তরা আন্দোলন শুরু করেন। গত শুক্রবারও তারা জড়ো হয়েছিলেন স্টেডিয়ামে। তখন তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। গতকাল দুপুরে তারা জড়ো হয়ে প্রায় ১ ঘণ্টা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ২ নম্বর গেটের সামনে যেতে চাইলেও তাদের বাধা দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। একপর্যায়ে তারা ‘কানপুর নাকি মিরপুর, মিরপুর মিরপুর’; ‘তুমি কে আমি কে, সাকিবিয়ান, সাকিবিয়ান’ এমন স্লোগান দিতে দিতে ১ নম্বর গেটের দিকে পিছিয়ে আসেন। এ সময়ই চার-পাঁচজন লাঠি ও বাঁশ হাতে তাদের ধাওয়া দেন। কয়েকজন সাকিব-ভক্তকে তারা মারধরও করেন।

সাকিবের ভক্তরা তখন স্টেডিয়ামের মূল প্রবেশ পথের দিকে দৌড় দেন। তখন তাদের কয়েকজনকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করেন। এ সময় একজনকে আটক করতেও দেখা যায়। যদিও তাকে পরে ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এ ঘটনার পর কিছুক্ষণ সাকিববিরোধীরা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে সাকিব ভক্তরা আবারও ফিরে আসেন। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত। শেষ অবধি সাকিব ভক্তরাই স্টেডিয়ামের মূল পথে স্লোগান দেন। তখন জড়ো হওয়া সমর্থকদের ভেতর থেকে একজন হ্যান্ডমাইকে বলেন, আপনারা (কালকে) আজব্যাট-স্টাম্প হাতে নিয়ে জড়ো হবেন। খালি হাতে কেউ আসবেন না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close