তুহিন খান নিহাল

  ০৩ এপ্রিল, ২০২৪

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

আজ ৩ এপ্রিল বুধবার, জাতীয় চলচ্চিত্র দিবস। ২০১২ সাল থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) দিনটি বিশেষভাবে পালিত হয়ে আসছে। প্রতি বছরই চলচ্চিত্র দিবস ঘিরে এফডিসি রঙিন হয়ে ওঠে। ‘আমাদের চলচ্চিত্র আমাদের অহংকার প্রেক্ষাগৃহে দেখব ছবি এ হোক অঙ্গীকার’- এমন প্রতিপাদ্য সামনে নিয়ে ১৩তম চলচ্চিত্র দিবস পালন হচ্ছে এবার। এ বছর দিনটি পড়েছে রমজানের মধ্যে। তারপরও দিনব্যাপী আয়োজনে দিবসটি পালিত হবে বলে এমনটাই জানিয়েছেন এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।

সরেজমিন এফডিসিতে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির প্রবেশ মুখেও ভেতরে শোভা পেয়েছে নানা পোস্টার। জানা যায়, আজ দুপুর ১টা ৩৫ মিনিটে এফডিসিতে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হবে। এরপর আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে। এতে অংশ নিবেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে। এছাড়া দুপুর ২টায় এফডিসির ভিআইপি প্রজেকশন হলে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যেখানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সভাপতিত্ব করবেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

এছাড়া বিকেল পৌনে ৪টায় জাতির পিতা একটি জাতির রূপকার সিনেমাটি প্রদর্শন করা হবে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

এদিকে বর্তমান এফডিসি সরগরম রয়েছে আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে। তবে চলচ্চিত্র দিবস উপলক্ষে মিশা-ডিপজল প্যানেল ইফতারের পর আলোচনা অনুষ্ঠান আয়োজন করবেন বলে জানিয়েছেন পরিষদের সভাপতি মিশা সওদাগরে। এছাড়া এফডিসি কর্তৃপক্ষকে যথাযথ সহযোগিতা করার আশ্বাসের কথা জানান তিনি। আর নিপুণ প্যানেলের সভাপতি মাহমুদ কলি জানান, সরকারিভাবে চলচ্চিত্র দিবসের আয়োজনে অংশ গ্রহণ করবেন তারা। উল্লেখ্য, ১৯৫৭ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close