বিনোদন প্রতিবেদক
আবারও প্রশংসিত ফারিণ
তাসনিয়া ফারিণ। একের পর এক কাজ করে মন জয় করছেন দর্শকদের। উপহার দিচ্ছেন ভিন্ন ভিন্ন কাজ। তবে শুধু অভিনয়ই নয়, গানেও তিনি বেশ ভালো। তাহসানের সঙ্গে দ্বৈত গান গেয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন। এবার ইংলিশ গান ‘জেলাসি’ গেয়েও প্রশংসা কুড়ালেন অভিনেত্রী।
প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে গান গেয়েছিলেন ফারিণ। পেশাদার সংগীতশিল্পী না হয়েও তাহসানের সঙ্গে খুব চমৎকারভাবেই গানটি গেয়েছিলেন ফারিণ। এরপর তা ভক্তদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে এরপর লন্ডনের একটি মঞ্চে সেই গানটি গেয়ে বেশ তোপের মুখে পড়েন ফারিন। মঞ্চে সেই গান বেসুরো গাওয়ার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ বিদ্রূপ করা হয় অভিনেত্রীকে। এবার ইংলিশ গান ‘জেলাসি’ গেয়ে আবারও মন জয় করলেন অনুরাগীদের।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গায়ক ল্যাব্রিন্থ-এর ‘জেলাসি’ গানটি ফারিণ গেয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে খোলা চুলে নিভো নিভো আলোর মাঝে একরাশ বিষণ্ণতা নিয়ে গানটি গেয়েছেন অভিনেত্রী। আর সেই পোস্টের কমেন্ট বক্সে একের পর এক প্রশংসামুলক মন্তব্য ভেসে আসছে।
এক অনুরাগী লিখেছেন, ‘দারুণ কণ্ঠ। দারুণ গেয়েছেন।’ অন্য একজন লিখেছেন, ‘মন ভরে গেল শুনে। দারুণ গেয়েছেন।’ অন্য একজন লিখেছেন, ‘মিষ্টি কণ্ঠ আপনার।’ কেউ আবার বাংলা গান গাওয়ার পরামর্শ দিয়ে লিখেছেন, ‘আমরা বাংলাদেশের মানুষ, ইংরেজি গান বুঝি না। দয়া করে বাংলাতে গান গাইবেন।’
"