বিনোদন ডেস্ক
বিশ্বের ১০ সুদর্শন অভিনেতার তালিকায় শাহরুখ
পৃথিবীর সবচেয়ে সুদর্শন অভিনেতা অ্যারন টেলর-জনসন। ১০ জনের এই তালিকায় ভারত থেকে একজন জায়গা পেয়েছেন; আর তিনি হলেন বলিউড বাদশা শাহরুখ খান। গণিতের হিসাব এ কথা বলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।
প্রাচীন গ্রিক গণিত অনুসারে সৌন্দর্য পরিমাপ পদ্ধতি ‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ড’। এই পদ্ধতি অনুসারে সবাইকে ছাড়িয়ে গেছেন অ্যারন টেলর-জনসন। গোল্ডেন রেশিও মাপ অনুযায়ী ৩৪ বছর বয়সি এই অভিনেতার চেহারা ৯৩ দশমিক ০৪ শতাংশ নিখুঁত।
সারা পৃথিবী থেকে ১০ জনকে নির্বাচন করা হয়েছে। এ তালিকার দশম স্থানে রয়েছেন শাহরুখ খান। গোল্ডেন রেশিও মাপ অনুযায়ী ৫৮ বছর বয়সি এই অভিনেতার স্কোর ৮৬ দশমিক ৭৬ শতাংশ নিখুঁত। যুক্তরাজ্যের ফেমাস হার্লে স্ট্রিটের কসমেটিক সার্জন জুলিয়ান ডি সিলভা ‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ড’ পদ্ধতি ব্যবহার করে ১০ জনের এই তালিকা তৈরি করেছেন। শাহরুখের বিষয়ে জুলিয়ান বলেন, ‘৩ দশক ধরে বলিউড কিং ভারতের সবচেয়ে বড় তারকাদের একজন। তার বয়স এখন ৫৮। এখনো দেখতে আকর্ষণীয়।’
এ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন ব্রিটিশ অভিনেতা লুসিয়েন, তৃতীয় পল মেসকাল, চতুর্থ রবার্ট প্যাটিসন, পঞ্চম স্থানে রয়েছেন ব্রিটিশ অভিনেতা জ্যাক লোডেন, ষষ্ঠ স্থানে জর্জ ক্লুনি, সপ্তম
নিকোলাস হল্ট, অষ্টম ও নবম স্থানে যথাক্রমে চার্লস মেল্টন ও
ইদ্রিস এলবা।
"