আন্তর্জাতিক ডেস্ক
ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কিউবা বিদ্যুৎবিহীন পুরো দেশ
কিউবার প্রধান বিদ্যুৎ প্ল্যান্টে ত্রুটি দেখা দেওয়ায় দেশব্যাপী ব্ল্যাকআউটের সম্মুখীন হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশটির ১০ মিলিয়ন মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গত শুক্রবার গ্রিড কর্মকর্তারা জানান, বিদ্যুৎ পুনঃস্থাপন করতে কত সময় লাগতে পারে তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।
দ্বীপটি কয়েক মাস ধরে দীর্ঘ ব্ল্যাকআউটের শিকার হয়েছে। দ্বীপের বৃহত্তম মাতানজাসে আন্তোনিও গুইটারাস পাওয়ার প্ল্যান্ট হঠাৎ বন্ধ হয়ে গেলে দেশটি ব্ল্যাকআউটের মধ্যে পড়ে।
প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় সব পদক্ষেপ নেওয়া হবে। বিদ্যুৎ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত কাজ অব্যাহত থাকবে।’ জ্বালানি মন্ত্রণালয়ে বিদ্যুৎ সরবরাহের প্রধান লাজারা গুয়েরার বলেন, ‘বিদ্যুৎ পুনরুদ্ধারের প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে।’
"