আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ অক্টোবর, ২০২৪

ট্যাংকার বিস্ফোরণে নাইজেরিয়ায় নিহত ১৪৭

নাইজেরিয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর একটি জ্বালানি ট্যাংকার উল্টে গিয়ে পেট্রল ছড়িয়ে পড়ার পর ঘটা বিস্ফোরণে অন্তত ১৪৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উত্তরাঞ্চলীয় জিগাওয়া রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে বুধবার পুলিশ ও রাজ্যটির জরুরি পরিষেবা জানিয়েছে।

জিগওয়া রাজ্যের জরুরি পরিষেবার প্রধান হারুনা মাইরিগা এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৪৭ বলে জানিয়েছেন।

এ ঘটনাটি আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় সম্প্রতি ঘটা সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা। দেশটি ব্যাপক নিরাপত্তা হুমকি ও জীবনযাত্রার ব্যয় সংকট সামলাতে হিমশিম খাচ্ছে।

জিগাওয়া রাজ্য পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম জানান, ট্যাংকারটি প্রাচীন শহর কানো থেকে উত্তরাঞ্চলীয় ইয়োবে রাজ্যে যাচ্ছিল। পথে রাজধানী আবুজা থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরে টাউরা স্থানীয় সরকারের এলাকার মাজিয়া শহরের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এতে ট্যাংকারটি উল্টে যায় ও জ্বালানি ছড়িয়ে পড়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close