প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৭ জানুয়ারি, ২০২৪

নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

বিশ্বে প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর হলো যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে আলাবামা অঙ্গরাজ্যে হত্যা মামলায় দোষী সাব্যস্ত কেনেথ ইউজিন স্মিথের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অক্সিজেন ছাড়া নাইট্রোজেন গ্যাসে নিঃশ্বাস নেওয়ার ফলে শরীরের কোষগুলো ভেঙে যায় এবং একপর্যায়ে মৃত্যু ঘটে।

এ ধরনের মৃত্যু ‘নিষ্ঠুর এবং অস্বাভাবিক’ শাস্তি দাবি করে আদালতে দীর্ঘদিন লড়াই চালিয়েছিলেন ৫৮ বছর বয়সি স্মিথ। কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট এবং একটি কেন্দ্রীয় আপিল আদালতে সবশেষ আবেদন দুটি প্রত্যাখ্যাত হলে নাইট্রোজেনে মৃত্যুই অবধারিত হয়ে ওঠে এ আসামির। ২০২২ সালে বিষাক্ত ইনজেকশন দিয়ে স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করে ব্যর্থ হয়েছিল আলাবামা প্রশাসন। ১৯৮৯ সালে টাকা নিয়ে এক ধর্ম প্রচারকের স্ত্রীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close