প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ জানুয়ারি, ২০২৪

নির্বাচনী দৌড়ে জনপ্রিয়তা বাড়ছে ট্রাম্পের

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার আইওয়া রাজ্যের ককাসের ভোটে সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিসকে পেছনে ফেলে প্রেসিডেন্ট নির্বাচনের পথে একধাপ এগিয়ে গেলেন ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাই যুদ্ধে আইওয়া রাজ্যের রিপাবলিকান ককাসের দিকেই নজর ছিল দেশটির নাগরিক, রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যম সবারই। সোমবার রাতে ককাসের ভোট শুরু হয়। ট্রাম্প কমপক্ষে ৩০ পয়েন্ট পেয়েছেন, নিকি হ্যালি এবং ডেসান্টিস পাঁচটি করে পয়েন্ট পেয়েছেন। ভোটদান শুরুর ৩০ মিনিট পর থেকেই পর থেকেই রাজত্ব করা শুরু করেন ট্রাম্প। পরিচালিত সর্বশেষ জরিপে দেখা গেছে, আইওয়ায় ৪৮ শতাংশ ভোটারের প্রথম পছন্দের প্রার্থী হচ্ছেন ট্রাম্প। এদিকে চারটি অপরাধমূলক কাণ্ডে জড়িত থাকার পরও ট্রাম্পের এ জয় রিপাবলিকান পার্টির ওপর তার আধিপত্য ইঙ্গিত করে। এই অঙ্গরাজ্যে ভোটের পর দলীয় প্রার্থী নির্বাচনের লড়াই শুরু হবে অন্যান্য অঙ্গরাজ্যে। জয়ী প্রার্থী আগামী নভেম্বরে ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ট্রাম্পের সমর্থনে সরে দাঁড়ালেন রামাস্বামী : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী। দেশটির আইওয়া ককাস অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসির।

সোমবার রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের ভোটে ট্রাম্প জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে হারিয়েছেন। এর মাধ্যমে ট্রাম্প টানা তৃতীয়বারের মতো রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভ করার দ্বারপ্রান্তে উপনীত হয়েছেন। ট্রাম্পের এ জয়ের পরই ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী তার সমর্থকদের উদ্দেশে বলেন, আমরা এখন থেকেই নির্বাচনী প্রচারণা বন্ধ করতে যাচ্ছি। কারণ পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার আমার কোনো উপায় নেই। এ বায়োটেক উদ্যোক্তা আরো বলেন, প্রচারণার শুরু থেকেই আমি হোয়াইট হাউসের প্রথম আমেরিকান প্রার্থীকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এজন্য বিভিন্ন সময়ে বিতর্কিতও হয়েছি। এ কারণেই রাতে আমি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে, তাকে অভিনন্দন জানিয়েছি এবং তাকে সমর্থন করার কথা জানিয়েছি।

রামাস্বামী এ সময় সমর্থকদের উদ্দেশে বলেন, তিনি এ নির্বাচনী মঞ্চ থেকে হারিয়ে যাবেন না এবং শিগগিরই ট্রাম্পের পক্ষে নিউ হ্যাম্পশায়ারে প্রচারাভিযানে ফিরে আসবেন। ককাসে এখন পর্যন্ত প্রায় ৯৫ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে ট্রাম্প পেয়েছেন ৫৫ হাজার ৮৩৮ ভোট। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা রন ডিস্যান্টিস পেয়েছেন ২৩ হাজার ১৭৫ ভোট। ২০ হাজার ৮০৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন নিক্কি হ্যালি। ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী পেয়েছেন ৮ হাজার ৩৫৮ ভোট আর আসা হাচিনসন পেয়েছেন মাত্র ১৯০ ভোট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close