প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৩ নভেম্বর, ২০২১

ভেনিজুয়েলায় স্থানীয় নির্বাচনে মাদুরোর দলের বাজিমাত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে বড় ধরনের সফলতা পেয়েছে দেশটির ক্ষমতাসীন নিকোলাস মাদুরোর বামপন্থি সরকার। দেশজুড়ে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনে মাদুরোর সমাজতান্ত্রিক দল ২০টি গর্ভনর পদে জয়লাভ করেছে। অন্যদিকে মাত্র তিনটিতে জয় পেয়েছেন বিরোধী রাজনীতিকরা। গতকাল সোমবার ভেনিজুয়েলার ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের (সিএনই) ঘোষিত প্রাথমিক ফলাফলে এই চিত্র উঠে আসে। খবর রয়টার্সের।

নির্বাচনী কর্তৃপক্ষের ফলাফল ঘোষণার পরপরই সরকার ও দলের বিজয় উদযাপনে মাতেন দক্ষিণ আমেরিকার এই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সমর্থক পরিবেষ্টিত অবস্থায় তিনি বলেন, ‘এই বিজয় আনন্দের। এটা অবশ্যই উদযাপন করা হবে।’

অন্য দিকে স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে ভরাডুবির ফলাফলের পর কার্যত আরো পেছনের দিকে চলে গেছে বিরোধী দলগুলো। একই সঙ্গে বিপর্যয়কর এই ফলাফল দেশটির বিরোধী নেতাদের জন্য বেশ বড় ধাক্কা হিসেবেও বিবেচনা করা হচ্ছে। কারণ বিভিন্ন অভিযোগে বিরোধী দল ও নেতারা ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন এবং ২০২০ সালের কংগ্রেশনাল নির্বাচন বয়কট করেছিলেন।

বিরোধী দলগুলোর অভিযোগ ছিল, ভোট জালিয়াতি এবং মাদুরোর প্রতি অনুগত সন্ত্রাসীদের হুমকির কারণে দেশে সুষ্ঠু ভোট সম্ভব নয়। এরপর চলতি বছর তারা আবারও নির্বাচনী ট্র্যাকে ফিরে আসেন এবং সর্বশেষ স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে অংশ নেন। যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর নিষেধাজ্ঞা নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণ করতে ব্যর্থ হওয়ার পর অনেকটা হতাশ হয়েই চলতি বছর দেশজুড়ে স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় বিরোধী দলগুলো। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষকদের উপস্থিতির প্রতিশ্রুতির কারণেও তারা ভোটযুদ্ধে নামার সাহস পায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close