পরকীয়ার জন্যই সংসার ভাঙছে ঐশ্বরিয়া-অভিষেকের
বলিউডের জনপ্রিয় তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে কিছুদিন ধরে এই তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে অভিষেক বচ্চনের পরকীয়ার জন্যই দূরত্ব বেড়েছে ঐশ্বরিয়ার সঙ্গে। আর গুঞ্জন উঠেছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গেও পরকীয়ায় করছেন অভিষেক। ‘দসভি’ সিনেমার শুটিং সেট থেকেই নাকি তিনি আর এ কারণে দূরত্ব বেড়েছে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার সঙ্গে।
ইন্ডিয়া টিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জনের জন্য নিমরতকে দায়ী করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে চলছে ট্রোলিং করা হচ্ছে। বিষয়টা নিয়ে একেবারে চুপ ছিলেন অভিনেত্রী। তবে এবার তিনি এই বিষয়টা নিয়ে মুখ খুললেন। অবশেষে অভিষেকের সঙ্গে সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে মানুষের অনধিকার চর্চা নিয়ে কথা বলেন নিমরত। তিনি জানান, আমি যা-ই করি, মানুষ মন্তব্য করবেই তাদের ইচ্ছেমতো।
অভিষেকের সঙ্গে তার সম্পর্কের কারণে ঐশ্বরিয়ার সঙ্গে অভিনেতার সংসার ভাঙছে এই বিষয়টা নিয়ে নিমরত স্পষ্ট বললেন, এমন কোনও গুঞ্জনই নেই। আমি মন দিয়ে নিজের কাজ করছি। এই ধরনের কথা বলা বন্ধ করা উচিত। আমি কেবল নিজের কাজে মন দিতে চাই এর বাইরে আর কিছু নিয়ে কথা বলবো না।
দুই বছর আগে ‘দসভি’ সিনেমায় অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত। সিনেমার প্রচারণায় একসঙ্গে করছিলেন তারা। সে সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি কেন্দ্র করেও নেটিজেনরা নিমরতকে দায়ী কছেন। মূলত, সিনেমার প্রচারণায় গিয়ে অভিষেক ও ঐশ্বরিয়ার বিবাহিত জীবন নিয়ে মজা করেন অভিনেত্রী। এক সঙ্গে সিনেমার প্রচারণায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অভিষেক এবং নিমরত। এক পর্যায়ে অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসা করেছিলেন সাক্ষাৎকারের সঞ্চালকও। এ কথা শুনে অবাক হয়ে নিমরত বলেছিলেন, ১৫ বছর!; অভিষেক মন্তব্য করেন, হ্যাঁ দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২। অবাক ভঙ্গিতেই নিমরত উত্তর দেন, অসাধারণ।
আড্ডার ফাঁকে অভিষেককে বলেন, বিয়ের পর ১৫ বছর কেটে গিয়েছে। তারপরেও দারুণ কাটছে তার জীবন ও দাম্পত্য। শোনামাত্রই পাশে বসা নিমরত হাসতে থাকেন। এরপর হালকা খোঁচা মেরে বলে ওঠেন, বিয়ে সাধারণত এত বছর থেকে না। অভিনেত্রীর কথা শুনে হেসে ওঠেন অভিষেকও। তারপর খানিক নিচু স্বরে বলেন ধন্যবাদ। সেই শুনে অভিষেকের ‘দসভি’ সিনেমার এই সহ-অভিনেত্রী খানিক সতর্ক ভঙ্গিতে বলে ওঠেন, আমি কিন্তু তোমার প্রশংসাই করলাম।
নিমরতের এমন কথা নেতিবাচক ভাবেই দেখছেন নেটিজেনরা। অভিনেত্রী ইচ্ছা করেই দুই তারকা দম্পতির মধ্যে দূরত্ব তৈরি করেছেন এমন বলছেন তারা। তবে এতো কিছুর পরেও এই গুঞ্জন নিয়ে অবশ্য এখনও মুখ খোলেননি ঐশ্বরিয়া বা অভিষেক কেউই। প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবনে অভিষেক ও ঐশ্বরিয়ার। ২০০৬ সালে ‘উমরাও জান’ সিনেমার শুটিং করতে গিয়ে তাদের প্রেম। এরপর পরের বছর ২০০৭ সালে তারা বিয়ে করেন। আর ২০১১ সালে তাদের কোলেজুড়ে আসে প্রথম কন্যা সন্তান আরাধ্য বচ্চন।
পিডিএস/এমএইউ