প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ অক্টোবর, ২০২৪

‘কোথায় গেলে পাব আমার ভাইটিকে?’

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন আবির। স্বৈরাচার হটানোর শপথ নিয়ে গণ-অভ্যুত্থানে অংশ নেন তিনি। আন্দোলনকারীদের ওপর চালানো হামলায় প্রথমে আহত হন আবির। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আবির প্রতিবাদী ছিলেন সব সময়ই। শেষ পর্যন্ত প্রতিবাদ করতে করতেই দেশের জন্য শহীদ হলেন তিনি।

আবদুল্লাহ আল আবির, বয়স ২৪ বছর। তার বাবার নাম মিজানুর রহমান এবং মায়ের নাম পারভীন সুলতানা। আবিরের পৈতৃক বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার চিন্নারকাঠি গ্রামে। কিন্তু আবিরের বেড়ে ওঠা নগরীর গোরাচাঁদ দাস রোডের ‘মাহমুদালয়’ নামের এক প্রাচীন বাড়িতে (ওর মামার বাসায়)। আবির রাজধানীর ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। বাসসের খবর।

গত ১৯ জুলাই বিকেলে বোনের বাসা থেকে কর্মস্থল বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে পথে বের হন। কিন্তু প্রতিবাদী সত্তার আবির প্রতিবাদকেই বেছে নিলেন। তাই কর্মস্থলে না গিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচিতে মিশে যান।

পারিবারিক সূত্র জানায়, ১৯ জুলাই রাজধানীর বারিধারা এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন আবির। পরে ২০ জুলাই সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তারপর তাকে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আবির বরিশাল উদয়ন স্কুল থেকে এসএসসি পাসের পর ভর্তি হন রাজধানীর মিরপুর বাঙ্লা কলেজে। সেখান থেকে এইচএসসি পাস করেন। খেলাধুলা নিয়ে থাকা আবিরের পড়াশোনায় খুব একটা মন ছিল না। বছরখানেক আগে একমাত্র বড় বোন মারিয়া ইসলাম মৌরি ভাইকে ঢাকায় নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করেন। এরপর আবির বোনের বাসায়ই থাকতেন আবির।

শহীদ আবিরের বাবা মিজানুর রহমান ও বড় বোন মারিয়া ইসলাম মৌরী বাসসকে বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে যখন ঢাকার রাজপথে হামলা শুরু হয়, তখন থেকেই আমরা ভয়ে ছিলাম। আর শুধু ভাবতাম আমাদের ‘আবির’ অফিসে যাবে কীভাবে? আমাদের আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। গত ১৯ জুলাই আমাদের কাছে আসে মর্মান্তিক সেই খবর। খবর পেয়ে ২০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখি তার নিথর দেহ। পরে বাড়িতে এনে তাকে দাফন করি। আবির ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে পরিবারটির এখন দিশাহারা অবস্থা। আর্থিকভাবে তো বটেই, মানসিকভাবেও তারা ভেঙে পড়েছেন। বিশেষ করে আবির তার বড় বোন মৌরির ছিলেন বিশেষ প্রিয়। অনেক আদর করতেন তিনি ছোট ভাইটিকে। কিন্তু ছোট ভাইটিকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন মৌরি।

তিনি বলছেন, ভাই আমার খুবই আদরের ছিল। ছোটবেলা থেকেই সে ছিল আমার খুব ন্যাওটা। ঢাকায় এনেও আমি তাকে আমার কাছে রেখেছিলাম। কিন্তু ভাইটি আমার এখন কোথায় হারিয়ে গেল? তাকে কি আমি আর কোথাও খুঁজে পাব না? ভাইটি কি আর ফিরে আসবে না, কখনো। অশ্রুভেজা কণ্ঠে কথাগুলো বলছিলেন আবিরের বড় বোন মৌরি। এদিকে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বাসসকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে জেলায় এখন পর্যন্ত ৩০ জন শহীদের সন্ধান পাওয়া গেছে। তাদের তালিকা ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আন্দোলনে আত্মত্যাগকারী এসব পরিবারের পাশে দাঁড়াবে বর্তমান সরকার। এ লক্ষ্যে কাজ করছে সরকার। জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা পর্যায়ক্রমে সবার পরিবারের কাছে যাবেন এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সহায়তা দেবেন। তিনি আরো বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ২০ জুলাই সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন আবদুল্লাহ আল আবির। এরই ধাবাহিকতায় পরিবারগুলোর বিভিন্ন প্রকার খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের স্থানীয়ভাবে আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close