reporterঅনলাইন ডেস্ক
  ০২ ডিসেম্বর, ২০১৯

১৩তম এসএ গেমস

হুমায়রার হাত ধরে প্রথম পদক বাংলাদেশের

কারাতে ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন হুমায়রা আক্তার অন্তরা

এসএ গেমসের এবারের আসরে কারাতে থেকে প্রথম পদক পেয়েছে বাংলাদেশ। মেয়েদের ইনডিভিজ্যুয়াল কাতায় ব্রোঞ্জ পেয়েছেন হুমায়রা আক্তার অন্তরা।

সাদদোবাদোর সুইমিংপুল কমপ্লেক্সে সোমবার প্রতিযোগিতার প্রথম সোনার পদকের নিষ্পত্তি হয়। মেয়েদের কাতায় সোনা জিতেন পাকিস্তানের শাইদা। নেপালের প্রতিযোগী পেয়েছেন রূপা।

ছেলেদের ইনডিভিজ্যুয়াল কাতায় হাসান খান সান পারেননি আলো ছড়াতে। তবে তিনিও পেয়েছেন ব্রোঞ্জ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হুমায়রা আক্তার অন্তরা,ব্রোঞ্জ,কারাতে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close