reporterঅনলাইন ডেস্ক
  ২২ সেপ্টেম্বর, ২০২১

৫ বিভাগের নেতাদের সঙ্গে বসছে বিএনপি

বুধবার (২২ সেপ্টেম্বর) পাঁচ বিভাগের তৃণমূল নেতাদের সঙ্গে বসছে বিএনপি। দ্বিতীয় দফায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে দ্বিতীয় দিনে এসব নেতাদের সঙ্গে সভা করবে দলটির হাইকমান্ড।

বিকাল সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা হবে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

জানা গেছে, আজ দ্বিতীয় দিনে ১২৯ জনের সঙ্গে মতবিনিময় হবে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের ৩৭ জন, কুমিল্লা বিভাগের ২৩ জন, ময়মনসিংহ বিভাগের ১৮ জন, সিলেট বিভাগের ১৪ জন, রংপুর বিভাগের ১৭ জন ও জেলা সভাপতি (জাতীয় নির্বাহী কমিটির সদস্য নয়) ২০ জন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তৃণমূল নেতা,বিএনপি,সভা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close