ডিআইইউ প্রতনিধি

  ২১ অক্টোবর, ২০২৪

ডিআইইউতে ইমারজিং ইকোনমিস্ট ফোরামের নেতৃত্বে মেহেদী-মনিরা

ছবি : প্রতিদিনের সংবাদ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) প্রথম বারের মতো ইমারজিং ইকোনমিস্ট ফোরামের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. মেহেদী হাসানকে সভাপতি ও সেতরাতুল মনিরাকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়ছে।

আজ সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. রাকিবুল হাসান, সহ-সভাপতি হাসিব রায়হান খান, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক বেলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আবীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম ইয়ামিনুর রহমান, কোষাধ্যক্ষ নিয়াজিল হোসেন লিমন, সহকারী কোষাধ্যক্ষ ফয়সালুর রহমান, দপ্তর সম্পাদক সালেহ ইমরান শুভ, সহকারী দপ্তর সম্পাদক দীপাঞ্জলি দেবী, মো. জাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হাসান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জোহোরা মোস্তফা, গবেষণা সম্পাদক শহীদুজ্জামান সেলিম, সহকারী গবেষণা সম্পাদক মো. আজহার ইসলাম, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সম্পাদক সিরাজুল হক জিসান, সাংস্কৃতিক ও উৎসব সম্পাদক ফারজানা জাহান, সহ-সাংস্কৃতিক ও উৎসব সম্পাদক খাদিজা আক্তার পিংকি, ফারজানা আক্তার মিমো, ক্রীড়া সম্পাদক নাজমুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক আহসান আহমেদ রাব্বি, মো. রাকিব সিকদার, ধর্ম সচিব মো. হাবিবুর রহমান, গ্রন্থাগার ও সাহিত্য সম্পাদক মো. সাব্বির আহমেদ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ওমর ফারুক, সহকারী তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. ডালিম, সমাজসেবা ও দুর্যোগ সম্পাদক সুইটি পালমা, সহকারী সমাজসেবা ও দুর্যোগ সম্পাদক আহনাব মুনতাসির, আতিথেয়তা সম্পাদক ওমর ফারুকী আনন্দ ও বাণিজ্য ও কৃষি সচিব মোছা. উম্মেহানি আক্তার জেসি।

এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- জান্নাতুল ফেরদৌসী জয়া, মো. সিয়াম ইসলাম, তাসনুভা তাবাসসুম খানম, আনিকা তাহমিন অর্ণি ও মাহাতাব হোসেন মাহিম।

এর আগে গতকাল সকালে ফোরামটির উদ্বোধন উপলক্ষে একটি ফ্লাশমব অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে ফোরামের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, প্রক্টর এবং প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন সহ অর্থনীতি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিআইইউ,কমিটি ঘোষণা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close