reporterঅনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর, ২০২৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রোগী ভর্তির রেকর্ড

ছবি : সংগৃহীত

রবিবার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ২৯৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি এ বছর একদিনে সর্বোচ্চ ভর্তি হওয়া রোগীর সংখ্যা। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৮৮০ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ছয় জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪৭ জনের।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯৪৩ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় আছেন ১ হাজার ৮২৮ জন। বাকি ২ হাজার ১১৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডেঙ্গু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close