অনলাইন ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৪
রাজধানীতে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁও তিলপাড়ার একটি বাসা থেকে মোছা. শাহিদা (১৪) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে খিলগাঁও থানার তিলপাড়ার ৬ নম্বর রোডের ২৫১ নম্বর বাসার ছয়তলার একটি রুম থেকে ওই কিশোরীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি।
তিনি জানান, ওই কিশোরী নুরুল হায়দারের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল। গৃহকর্তা নুরুল হায়দারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি ঘটনার সময় নুরুল হায়দার বা তার স্ত্রী কেউই বাড়িতে ছিলেন না। শুধু তাদের এক প্রতিবন্ধী মেয়ে আর ওই কিশোরী ঘরে ছিল। পরে তারা ঘরে এসে দরজা খুলে দেখেন গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন