reporterঅনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর, ২০২৪

প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি দেখলেন

ছবি : সংগৃহীত

জুলাইয়ে শুরু হওয়া ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে গত ৫ আগস্ট। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব মেন ড. মুহাম্মদ ইউনূস। জুলাই-আগস্টে অভ্যুত্থানের সময় রাজধানীর বিভিন্ন দেয়ালে নানা ধরনের গ্রাফিতি আঁকা হয়। তরুণ বিপ্লবীদের আঁকা এমন গ্রাফিতি সশরীরে গিয়ে দেখলেন প্রধান উপদেষ্টা।

বুধবার (১৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিদর্শন করেন তিনি। এমন কিছু ছবি ফেসবুকে নিজের পেজে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

'ঢাকাডায়রি' হ্যাশট্যাগ দিয়ে ফেসবুক পোস্টে তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, 'প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই-আগস্টের ছাত্র-অভ্যুত্থানের সময় তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেন।'

গ্রাফিতি পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে তার সরকারের কয়েকজন উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রধান উপদেষ্টা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close